শনিবার, ১০ ডিসেম্বর, ২০১৬

শীতের ফিচার্স --- পিয়ালী বসু ঘোষ

শহরে এখন তীব্র কুয়াশা 
ভৌতিক সুর কুড়ে খাচ্ছে 
শীত রাতের শ্বাসমূল ....

ভুলের কোলবালিশ 
নিভু নিভু ভোর 
সুবর্ণ পালক 
আর সৃষ্টিসুখ গায়ে মাখা সূঁচালো শব্দহীন মৃত্যু 
কামড়ে ধরেছে ঠোঁট ....

দৃশ্য,অণুদৃশ্য কিংবা দৃশ্যান্তরের পথ 
শীতকাতুরে রোদ্দুরে অস্পষ্ট 
তবুও....
উন্মিলিত ভিক্ষাপাত্র মেঘমসৃণ আদরে 
বুনো ঘোড়াটাকে পোষ মানাতে চায় 

শারীরিক জ্যামিতি পাখিঠোঁটে বুনে চলে 
হিম কবিতার শরীর 
অঘ্রাণী মৃত্যু ঢলে পরে ক্যাশমিলনের ওমে 
প্রেমিক পুরুষের শিশ্ন তখন 
প্রেমাভিসারে শীত রাতের ফিচার্স লেখে 
পুটুশ পাতার ঝোপে !!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...