অনেক রাতে হিম মেখে রাত পাখি
ক্লান্ত ডানায় অপেক্ষা এখন
আগামী রোদেল ছোঁয়ার
...ক্যালেন্ডারে ডিসেম্বর
আদিবাসী পল্লিতে মাদলে প্রস্তুতি
আসন্ন উৎসবের অবসরে
:
পাতা ঝরা অরণ্যের ব্যাথা ভুলাতে
ইতস্তত বিক্ষিপ্ত বুনো সূর্য মুখী
সমস্ত উজ্জ্বলতা উৎসর্গ করেছে
:
শুকনো ঘাসের বুকে ভোরের কুয়াশা চাদর জড়িয়ে ইচ্ছেরা
উবু হয়ে বসে উষ্ণতা খোঁজে
:
পেন্ডুলামের সাথেই দিন ফুরিয়ে
রাত নামে নিঃসঙ্গতা নিয়ে
তবুও যেটুকু পাওয়া নিজস্ব করে
মুহূর্ত গুলো আঁকড়ে ধরে শীত প্রহর এগিয়ে চলে.......
:
পরিযায়ী মন বাসা বাঁধে কোনো
শক্ত সরল ডালে নির্ভয়ে......
ক্লান্ত ডানায় অপেক্ষা এখন
আগামী রোদেল ছোঁয়ার
...ক্যালেন্ডারে ডিসেম্বর
আদিবাসী পল্লিতে মাদলে প্রস্তুতি
আসন্ন উৎসবের অবসরে
:
পাতা ঝরা অরণ্যের ব্যাথা ভুলাতে
ইতস্তত বিক্ষিপ্ত বুনো সূর্য মুখী
সমস্ত উজ্জ্বলতা উৎসর্গ করেছে
:
শুকনো ঘাসের বুকে ভোরের কুয়াশা চাদর জড়িয়ে ইচ্ছেরা
উবু হয়ে বসে উষ্ণতা খোঁজে
:
পেন্ডুলামের সাথেই দিন ফুরিয়ে
রাত নামে নিঃসঙ্গতা নিয়ে
তবুও যেটুকু পাওয়া নিজস্ব করে
মুহূর্ত গুলো আঁকড়ে ধরে শীত প্রহর এগিয়ে চলে.......
:
পরিযায়ী মন বাসা বাঁধে কোনো
শক্ত সরল ডালে নির্ভয়ে......
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন