শনিবার, ১০ ডিসেম্বর, ২০১৬

হাইবারনেশন --- শঙ্খসাথি পাল

ব্যালকনির কাচ কুয়াশায় মাখামাখি 
সারা রাতের বারংবার আছড়ে পড়া পৌরুষের ছাপ 
আবছা, বড় বেশি আবছা 
ঘুম ঘুম জেগে থাকা রহস্যের দরবারী কানাড়া 
:
পাইন পাতা অত্যন্ত সাবধানে ঢেকে রাখে একখণ্ড অতীত 
উত্তরে চাবুকে হাওয়া তবু জারি রাখে তল্লাশি 
আজও পরিচয়হীন পাথরের টুকরো 
খরস্রোতা নদী জানে মেয়েবেলার নিরুদ্দেশ গল্প 
:
চোখে পড়ে রোজকার চেনা মুখ 
আড়মোড়া ভাঙা ক্লান্তি উত্তাপ খোঁজে ব্যবহৃত পুরোনো কম্বলে
সাইড টেবিলে ফাঁকা চায়ের কাপ, সিগারেট 
দু'হাতের অভ্যস্ত আড়ালে জ্বলে ওঠে দেশলাই 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...