শীতের বুকে ভোর নামছে
আর রাতের সাথে তুমি অন্যের হয়ে যাচ্ছো
-
আমি তো চলেই এসেছি
সব ছেড়ে ...পিছুটান আর সময়ের সার্বিক সংস্রব
-
রাত ফুরোলে ইথারের ঠিকানায় রেখে যাই সব বাষ্পীয় অনুভব
শব্দের কান্না আর অকালে ঝাপসা হতে থাকা চোখ
-
চেনা শহরের বাঁকে শীত নামে --- মাপ বুঝে আজকাল
ফেলে আসা অতীতগাথা থেকে জন্ম নেয় শত সহস্য ফিনিক্স
-
এভাবেই শীত ' নামে আমার স্মৃতি ছুঁয়ে প্রতিবার
আর রাতের সাথে তুমি অন্যের হয়ে যাচ্ছো
-
আমি তো চলেই এসেছি
সব ছেড়ে ...পিছুটান আর সময়ের সার্বিক সংস্রব
-
রাত ফুরোলে ইথারের ঠিকানায় রেখে যাই সব বাষ্পীয় অনুভব
শব্দের কান্না আর অকালে ঝাপসা হতে থাকা চোখ
-
চেনা শহরের বাঁকে শীত নামে --- মাপ বুঝে আজকাল
ফেলে আসা অতীতগাথা থেকে জন্ম নেয় শত সহস্য ফিনিক্স
-
এভাবেই শীত ' নামে আমার স্মৃতি ছুঁয়ে প্রতিবার
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন