বিক্ষিপ্ত চঞ্চল মেঘগুলো যখন
গুরুগম্ভীর হয়ে এক হয়ে যায়,
আকাশের বুকটা তখন হু হু করে উঠে
পাছে বৃষ্টি হয়ে তারা পরে ঝরে
নির্বোধ আকাশের আর্তনাদ
বুঝে কি আর তারা??
ঝরঝর করে পরে ঝরে
হয়ে শ্রাবনের ধারা
আকাশের বুকটা খালি করে
ধরিত্রীর বুকে পরে লুটিয়ে,
তপ্ত খরায় চৌচির উম্মুখ ধরণী
বুকে টেনে নেই তাদের হয়ে উম্মাদীনি
এ যে আকাশের হারানো ব্যথা
বোবাকান্না হয়ে পরছে সেথা,
বুঝেনি কখনো তা এই ধরণী
বৃষ্টির আলিঙ্গনে হয় উদাসীনি
নিঃসঙ্গ আকাশের সাথী হতে
দুরন্ত এক মেঘবালিকা তখন যায় ছুটে,
বিমর্ষ আকাশের মুখে ফুটে উঠে হাসি
গগনবিদারী চিৎকার করে বলে সে
স্বপ্ন দেখতে ভালোবাসি
গুরুগম্ভীর হয়ে এক হয়ে যায়,
আকাশের বুকটা তখন হু হু করে উঠে
পাছে বৃষ্টি হয়ে তারা পরে ঝরে
নির্বোধ আকাশের আর্তনাদ
বুঝে কি আর তারা??
ঝরঝর করে পরে ঝরে
হয়ে শ্রাবনের ধারা
আকাশের বুকটা খালি করে
ধরিত্রীর বুকে পরে লুটিয়ে,
তপ্ত খরায় চৌচির উম্মুখ ধরণী
বুকে টেনে নেই তাদের হয়ে উম্মাদীনি
এ যে আকাশের হারানো ব্যথা
বোবাকান্না হয়ে পরছে সেথা,
বুঝেনি কখনো তা এই ধরণী
বৃষ্টির আলিঙ্গনে হয় উদাসীনি
নিঃসঙ্গ আকাশের সাথী হতে
দুরন্ত এক মেঘবালিকা তখন যায় ছুটে,
বিমর্ষ আকাশের মুখে ফুটে উঠে হাসি
গগনবিদারী চিৎকার করে বলে সে
স্বপ্ন দেখতে ভালোবাসি
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন