শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০১৬

তিক্ত অতীত -- রীনা রায়

হাই শুভ্র, 

সঙ্গীতার কাছে শুনলাম, তুমি নাকি জেলের ভাত ছেড়ে এখন বাড়ীর ভাত খাচ্ছো! এটা সম্ভব হল কি করে? খুব ভাল ভাল কাজ করেছো নাকি? আমার হিসেবমতো তোমার আরও তিনবছর জেলের ভাত খাওয়ার কথা----এই, তুমি আবার ভালো ছেলে হয়ে যাওনি তো! হা হা হা, ডোন্ট মাইন্ড হ্যাঁ।
পুরনো কথাগুলো ভাবলে এখন আমার হাসি ছাড়া আর কিছু আসেনা।
মনে পড়ে, আমার সব কাজেই তোমার প্রশংসায় 'পঞ্চমুখ হওয়া' দেখে আমার এক দিদি বলতো, ''দেখিস মিমি, 'অতি ভক্তি চোরের লক্ষণ' হয় কিন্তু ''। তিনি তোমাকে ঠিক চিনেছিলেন ।
তোমাকে আমি যতই অবজ্ঞা করতাম না কেন, 'নাছোড়বান্দা ' তুমি কোনো কিছুই গায়ে মাখতে না। মিষ্টি মিষ্টি কথায় আমাকে ঠিক বশ করে নিতে । এখন বুঝি, আসলে তোমার 'উড়নচন্ডী' স্বভাব ঠিকমতো বজায় রাখার জন্য তোমার প্রয়োজন ছিল একটা টাকার সোর্স।
সবকিছুই তোমার প্ল্যানমাফিক চলতো, যদি না সেদিন সঙ্গীতা তোমাকে আমার সাথে দেখে ফেলতো। 
ওই তো তোমার বিবাহিতা স্ত্রীকে গিয়ে সব জানিয়েছিল, আর সে আমাদের বিয়ের আসরে এসে সবকিছু 'কেঁচে গন্ডুষ' করে দিয়েছিল। 
আর, 'অদৃষ্টের পরিহাসে' তোমাকে সেদিন জেলে যেতে হয়েছিল ।
যাক, এবার আশা করি নিজেকে শোধরাবে। 
নাহ্, তোমার প্রতি কোন আবেগ আর আমার অবশিষ্ট নেই ।


---ইতি মিমি

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...