শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০১৬

এখন শুধুই বলা বারণ -- শ্রীলেখা মুখার্জ্জী

রোজ কলেজ ফেরত, চেনা বাইপাস
লটারি জানলার সীট, উড়তো মিনিবাস
কথা নয় তখন...
তবু ছোঁয়াচে চুপকথা জড়াতো আঙুল
ভীড়.ঠেলে নির্জন, কপালে কুঁচো চুল
মুগ্ধতার সমীকরণ--
'
এখন আকাশের কাছাকাছি আবাসন
বিকেল জানলায় ঝুঁকে....খোঁজে কারণ,
বলা বারণ------
'
" কেন এমন, কবে হঠাৎ
কিসের হাওয়া, তখন বিকেল
বলা বারণ
কি অজুহাত, কোন সে রঙীন
কখন আঘাত , জলের আড়াল
বলা বারণ
কে জাগে রাত, বেলা প্রহর, পোড়া বসত
ঠিকানা তোর
চেনা দু চোখ, চেনা পালক, চিনি কি ঘর
স্বয়ম্বর "
'
কাটে পাশাপাশি রাত , নৈঃশব্দ্য জমাট
দূরত্ব ভিজে বালিশ...নোনা জল-প্রপাত
শুধু মনকেমন--
ল্যাম্পশেড আলো-ছায়া বিছানার পাশে
মরশুমী প্রেমালাপ ইঁট-চাপা ঘাসে
স্মৃতি অনুরণন--
'
কাছে টানা দিন...প্রশ্ন চিহ্নে বিলীন
ভুরু- ভাঁজে ঠোঁট চাপা কথাদের ঋণ
এখন বলা বারণ ---

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...