শনিবার, ১০ ডিসেম্বর, ২০১৬

বিনিময় ---- জুবায়ের আহম্মদ

তোমার অবসাদগ্রস্ত গ্রীষ্মের কড়া রোদে
এক ফালি শীত জমা দিলাম
তুমি বরং ওর যত্ন নিও
যখন মাঘের বাড়তি উষ্ণতায়
দীর্ঘশ্বাসে কাটে সারা রাত্রি
খানিক শীত গায়ে মেখে নিও
বুঝে নিও কিছু স্বস্তি। 
.
তোমার অগোছালো বুনো ঝোপে
দুফোঁটা শিশির গুঁজে দিলাম
তুমি ওকে আগলে রেখো, 
যখন তোমার মন অভিমানের ঝড়ে বিদ্ধস্ত
আনমনে শিশিরে ভিজিও তোমার দুটি পা
অবাক মনের বিস্ময়ে কেটে যাবে
জমে থাকা যত নীরবতা। 
.
তুমি কেবল আমায় একটা আকাশ দিও
যেখানে বেঁধে রাখব অনুভূতির যত কথা
আর থাকবে অবিন্যস্ত শীতকালীন রোদে মাখা 
আমাদের উষ্ণতার ভালোবাসা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...