শনিবার, ১০ ডিসেম্বর, ২০১৬

মন-ঘোড়া ও শীত ---- বাসব মণ্ডল

ঘোড়ার নালে ঠকঠকানি নেমে এলে
চোখে লাগানো চামড়ার আস্তরন
ইচ্ছার কুচকাওয়াজে লাগাম দেয়

জমে যাওয়া ইচ্ছে নদীও চায়
তার গায়ে লাগুক
গিজারের ভাপ
কিন্তু জীবন বাথরুমে
সবসময় বিদ্যুৎ থাকে না

ক্যালেন্ডারের শীত মাস গুলো তে
লাগিয়ে দেব 
মোটা লাল রঙ
কামনার ঘোড়া ছুটবে সোজা
কুয়াশা সকালে
ঝাপসা হবে অতীত
আর কাঁচকোনের শিশির বিন্দুতে
মিশে যাবে
অমূল্য অশ্রুজল
"Let the captive heart gallop and gallop breaking the treacherous snow"

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...