শনিবার, ১০ ডিসেম্বর, ২০১৬

ফায়ারপ্লেস --- শুভা গাঙ্গুলী ক

ধূসর সন্ধ্যাটা বড় তাড়াতাড়ি আসে
নির্লিপ্ত উদাসীনতা নিয়ে,
নির্জনতা আরও বিষন্ন
কুয়াশার শাল জড়িয়ে
কফিটা আজকাল বেশী হয়ে যাচ্ছে,
বাতাস ভারী হয়ে এলে
প্রেসার টাও বাড়ে

কোনো এক হ্যারিকেন জ্বালা শীতের
বিকেলে
এক অষ্টাদশীকে পড়িয়েছিলাম
৩০ শব্দের মধ্যে কুয়াশার জন্মকথা
কুয়াশা ছিঁড়ে গিয়েছিলো

কানাডা থেকে মেয়ে লিখেছে
খুব স্নোফল হচ্ছে
বাগানের চেরীগুলো
সব নষ্ট হয়ে গেছে
দিল্লী থেকে ভাগনীরা গেছে
সঙ্গে নতুন গুড়ের সন্দেশ
এখন ওদেশেও সব পাওয়া যায়

অষ্টাদশীর খুব প্রিয়, শীতকাল
কড়াই শুঁটির কচুরী আর
নতুন গুড়ের পায়েশ
তারপর নাঃ সেগুলো বলার নয়
একান্ত আপন,

Fireplace এখন আর চলে না
সবই central heating,
রোমাঞ্চ না নেই আর
আরাম কেদারাটাও,
হালকা আঁচের আলো
মুখের একপাশ
কোনো এক বিখ্যাত লেখকের গল্পে
মগ্ন
হারিয়ে গেছে অনেকদিন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...