আজ সারাদিন সূর্যাস্ত, দিদি!
আবার শীত এসেছে যেমন আসে
ছুমন্তর করে ছুটে আসছে শীতের ছায়া
ইতু পূজো সমাপ্তের পরেই পৌষ-পার্বণ...
পিঠে-পুলি, মুগ-তক্তির নাচন -কোঁদন-খুনসুটি
গন্ধে ম ম করবে ঘর ও মনের আবহাওয়া
মনে পড়ে বয়াম ভরা তেঁতুলের আচার, কুলের আচার
চুরি যেত অগোচরে...
মনের ওমে রেখে দিতে সব কিছু,
গায়ে থাকত ন্যাপথলিনের গন্ধ মাখা
লেপ -সোয়েটার, বিছানায় আপাদমস্তক ঢাকা।
আজ আর সে সবের বালাই নেই,
সব স্বাদ-গন্ধ-বর্ণ ঘুমন্ত প্রান্তর থেকে বহু দূরে...
..Winter tapestry
অন্তরের অতলান্ত ফুঁড়ে দেখতে চাই
আছো কিনা আজও নিভৃত আত্মা জুড়ে।
সত্যি কি জব্দটাই না করলে তুমি, ভাবি
কেবল এখনও তুমি তেমনি পাজি,
তেমনি পাগলি। আজ বোতাম টিপলেই ঘর গরম
শুধু আশেপাশে তুমি নেই,
আমি জানলায় দাঁড়িয়ে দেখি স্নো-স্লিট...
আদর চাদর মেঘ, মাঝে মধ্যে ঢেকে রাখে
মানুষের পুরা্নো দ্যোতনা.....
…winter drags me down
আমার মূর্খতা বেশি, খুঁজি আমি
ন্যাপথলিন গন্ধ মাখা লেপ ও তোষক-
মায়ের কোল...
নাকি ছেড়ে দেবো সবই-ভুলে যাবো
আলুথালু শীত ইকো
নেই আজ করতলে টক তেঁতুলের আচার,
মনের দুয়ারে হাবিজাবি যাবতীয় স্মৃ্তির জঞ্জাল....
আবার শীত এসেছে যেমন আসে
ছুমন্তর করে ছুটে আসছে শীতের ছায়া
ইতু পূজো সমাপ্তের পরেই পৌষ-পার্বণ...
পিঠে-পুলি, মুগ-তক্তির নাচন -কোঁদন-খুনসুটি
গন্ধে ম ম করবে ঘর ও মনের আবহাওয়া
মনে পড়ে বয়াম ভরা তেঁতুলের আচার, কুলের আচার
চুরি যেত অগোচরে...
মনের ওমে রেখে দিতে সব কিছু,
গায়ে থাকত ন্যাপথলিনের গন্ধ মাখা
লেপ -সোয়েটার, বিছানায় আপাদমস্তক ঢাকা।
আজ আর সে সবের বালাই নেই,
সব স্বাদ-গন্ধ-বর্ণ ঘুমন্ত প্রান্তর থেকে বহু দূরে...
..Winter tapestry
অন্তরের অতলান্ত ফুঁড়ে দেখতে চাই
আছো কিনা আজও নিভৃত আত্মা জুড়ে।
সত্যি কি জব্দটাই না করলে তুমি, ভাবি
কেবল এখনও তুমি তেমনি পাজি,
তেমনি পাগলি। আজ বোতাম টিপলেই ঘর গরম
শুধু আশেপাশে তুমি নেই,
আমি জানলায় দাঁড়িয়ে দেখি স্নো-স্লিট...
আদর চাদর মেঘ, মাঝে মধ্যে ঢেকে রাখে
মানুষের পুরা্নো দ্যোতনা.....
…winter drags me down
আমার মূর্খতা বেশি, খুঁজি আমি
ন্যাপথলিন গন্ধ মাখা লেপ ও তোষক-
মায়ের কোল...
নাকি ছেড়ে দেবো সবই-ভুলে যাবো
আলুথালু শীত ইকো
নেই আজ করতলে টক তেঁতুলের আচার,
মনের দুয়ারে হাবিজাবি যাবতীয় স্মৃ্তির জঞ্জাল....
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন