রৌদ্রতাপ প্রখর খরাময় প্রকৃতি
উপেক্ষা করা দায়
দাবদাহে ওষ্ঠাগত প্রাণ
তুমিহীন এ পৃথিবী অসহনীয় ঠিক অতটাই...
.
বৃষ্টিমুখর ঝুম বর্ষায়
যুগল ডাহুকের রোমান্স
একা চোখে বিরহী মনে
খুঁজে গেছি, ডেকেছি তোমায় আপ্রাণ
.
পুরো একটা বছর যেন গেছে চলে
এই দু মাসে
তুমি ছিলেনা ঘিরে
নি:স্বংগ জর্জরিত নিদ্রাহীন হাহাকার....
কতটা অভিমানে হেঁটেছি উলটোপথে
সে কি জেনেছিলে?
.
দেখেছি বহুবার
জেনেছি ততোধিক
ফিরে ফিরে খুঁজেছিলে চেনা পথে
এই শেষ বেলায় শীতের উষ্ণ চাদরে মোড়ানো ভালোবাসায়
তোমার বাজুবন্ধনেই গাঢ় জীবন বন্ধন
তোমার সাথেই বাঁধা শীত সৌরভ,
তুমিই জীবনের শীতস্নেহের সুখ- যবনিকা।
উপেক্ষা করা দায়
দাবদাহে ওষ্ঠাগত প্রাণ
তুমিহীন এ পৃথিবী অসহনীয় ঠিক অতটাই...
.
বৃষ্টিমুখর ঝুম বর্ষায়
যুগল ডাহুকের রোমান্স
একা চোখে বিরহী মনে
খুঁজে গেছি, ডেকেছি তোমায় আপ্রাণ
.
পুরো একটা বছর যেন গেছে চলে
এই দু মাসে
তুমি ছিলেনা ঘিরে
নি:স্বংগ জর্জরিত নিদ্রাহীন হাহাকার....
কতটা অভিমানে হেঁটেছি উলটোপথে
সে কি জেনেছিলে?
.
দেখেছি বহুবার
জেনেছি ততোধিক
ফিরে ফিরে খুঁজেছিলে চেনা পথে
এই শেষ বেলায় শীতের উষ্ণ চাদরে মোড়ানো ভালোবাসায়
তোমার বাজুবন্ধনেই গাঢ় জীবন বন্ধন
তোমার সাথেই বাঁধা শীত সৌরভ,
তুমিই জীবনের শীতস্নেহের সুখ- যবনিকা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন