শনিবার, ১০ ডিসেম্বর, ২০১৬

হিমেল ---- কৌশিক চক্রবর্ত্তী

বিছানা জুড়ে আদর দিচ্ছি, 
বিদ্ধ হচ্ছি আকন্ঠ দায়ভার নিয়ে।

আকাশের ভাঙা নীলচরে রোদ
দেয় প্রশ্রয়, নির্মেঘ স্নান।
সশরীরে বন্দি আজ,
আমি শীতের একান্ত অঘ্রাণ।

সতত প্রকাশ সর্বাত্মক,
আশকারা শুধু আকাশ-- বাতাস-- নদী-- সাগর-- মাটি।

কথা দিয়েছি হিমেল সন্ধ্যে ছুঁয়ে,
আমি হব দিকভ্রান্ত, একা --
আপন কৌলীন্যে যখন হারিয়েছে হেমন্তের চিঠি।

নতুন নিমন্ত্রণের চুক্তিপত্রে আজ
খোদাই করবো দুরের সন্ধ্যাতারা, 
আহ্লাদী চারপাশে।

আদুরে পৃথিবী আবার ধরা দিয়ে
আমার কালের দখল শোনায়,
শীত যখন মিশে যায় ঘাসে ঘাসে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...