শনিবার, ১০ ডিসেম্বর, ২০১৬

কৃত্রিম আতরের গন্ধ ---- জ্যোৎস্না রহমান মন

"কেন এমন, কবে হঠাৎ,কিসের হাওয়া, তখন বিকেল
বলা বারণ.........
কি অজুহাত, কোন সে রঙিন,কখন আঘাত, জলের আড়াল
বলা বারণ ......
কে জাগে রাত, বেলা প্রহর, পোড়ো বসত
ঠিকানা তোর
চেনা দুচোখ, চেনা পালক, চিনি কি ঘর, স্বয়ম্বর "
.

কাঁচির ঠোঁটে, স্বপ্ন হাঁটা, চোখে স্রোত, গভীর জল
ডোবা বারণ..
আদুরে মন, মশলা মাখা, খোলা জানলা,পাখির ডাক
ওড়া বারণ...
একাকী ছাদ, বোবা কথন, বিষাক্ত রাত
ঠিকানা তোর..
অল্প আলোয়, দাঁত চিবিয়ে, সইতে থাকা, ইঁটের আদর
.

হঠাৎ করে, চাঁদের হাসি, ভ্যাপসা ঘরে, ছবি আঁকে
দেখা বারণ...
হলুদ বই'য়ে, ঘুমন্ত ফুল, মৃদু স্পর্শে, জাগতে থাকে
ছোঁয়া বারণ...
একান্তে আকাশ, বৃষ্টি মেঘ , ডুবিয়ে পা, নতুন খোঁজ
ঠিকানা তোর..
মরু গল্পে, বালির ফুলদানি, কাগজী ফুল, কৃত্রিম আতর 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...