বেড়ে ঠান্ডা পড়েছে ক’দিন যা হোক
"মাঘের শীত বাঘের গায়ে" প্রামাণ্য দলিলে
ধোঁয়াসার পশরা সাজিয়ে -
দুপুর গড়িয়ে সন্ধ্যা নামা ঝোপ ঝাড়ে সরীসৃপের হামাগুড়ি
হিমেল স্রোত ছুঁয়ে ছুঁয়ে যাওয়া বাতাস
কেঁপে কেঁপে ওঠা শিহরণ
খাড়া খাড়া লোম - হাতে পায়ে আড়ষ্টতা - জবুথবু ঘরে বসে থাকা আলসেমি
লেপ - কম্বল - কাঁথা মুড়ির ঠাকুরমার ঝুলি ঈশপের গল্পে -
নস্টালজিক এডভেন্চারে উৎসুক মন, মনন ;
#
খেলারীর খেলা খেলা উৎসবে মেতে আজো ওরা
ওই সাধারণ মানুষগুলো
নেই চাল চুলো যাদের
নেই পরনের কাপড় - নেই পেটে ভাত রুটি
নেই কোন প্রতিবাদী চেতনা শিক্ষা
নেই দাবি দাওয়া আধিকারিক বোধ বুদ্ধিটাও
নেই কোন বিরক্তির বেজার ভ্রুক্ষেপ
নেই অনুশোচনা
নেই পরাজয়ের গ্লানি --------
#
ওরা মাটির মানুষ
মাঠে নেমে গেছে তাই পায়ে পায়ে
আমন-আউসের বীজ বুনছে পরম যত্নে
উদাম শরীরে উত্তপ্ত রক্ত টগবগ টগবগ
ধানের সুবাসের হাতছানি, সবুজ ক্ষেতের অবুঝ আহ্লাদ -
হাসছে ওরা -
হাসছে আহ্লাদে ------
কঠিন কঠোর কর্মসূচিতে
যোগ - বিয়োগ - গুণ - ভাগ ভুলে
প্রকৃতির কোলে নির্মল খুশির উল্লাসে ওরা
কেবল হাসছে, হাসছে আর হাসছে -------
ওই হতভাগ্য দীনহীন সর্বহারা দারিদ্র্য দুঃসহ রোদ্দুর স্বপ্নে হাসছে বিভোর ;
#
প্রকৃতিও তাই বুঝি জড়িয়েছে ওদের স্নেহময়ীর বাহুতে
ছায়া ছায়া প্রতিবিম্ব জলছবি ক্যানভাসে
নিমগ্ন আনমনা ভালোবাসা হারিয়ে দিল জড়তার যোমে
শীতলতা ঢেকে গেল একখণ্ড জমি আর কাজের ওমে -----
ঈপ্সিতের আকাঙ্ক্ষা সামান্যই ওদের
আনন্দ আশ্রমের ছবিও উজান গাঙে বাঁধ ভাঙ্গার ডাকে --------
চল বদলে যাই কিছুটা সাহসী হয়ে ও পথেই।।।
হাওড়া, পশ্চিমবঙ্গ
"মাঘের শীত বাঘের গায়ে" প্রামাণ্য দলিলে
ধোঁয়াসার পশরা সাজিয়ে -
দুপুর গড়িয়ে সন্ধ্যা নামা ঝোপ ঝাড়ে সরীসৃপের হামাগুড়ি
হিমেল স্রোত ছুঁয়ে ছুঁয়ে যাওয়া বাতাস
কেঁপে কেঁপে ওঠা শিহরণ
খাড়া খাড়া লোম - হাতে পায়ে আড়ষ্টতা - জবুথবু ঘরে বসে থাকা আলসেমি
লেপ - কম্বল - কাঁথা মুড়ির ঠাকুরমার ঝুলি ঈশপের গল্পে -
নস্টালজিক এডভেন্চারে উৎসুক মন, মনন ;
#
খেলারীর খেলা খেলা উৎসবে মেতে আজো ওরা
ওই সাধারণ মানুষগুলো
নেই চাল চুলো যাদের
নেই পরনের কাপড় - নেই পেটে ভাত রুটি
নেই কোন প্রতিবাদী চেতনা শিক্ষা
নেই দাবি দাওয়া আধিকারিক বোধ বুদ্ধিটাও
নেই কোন বিরক্তির বেজার ভ্রুক্ষেপ
নেই অনুশোচনা
নেই পরাজয়ের গ্লানি --------
#
ওরা মাটির মানুষ
মাঠে নেমে গেছে তাই পায়ে পায়ে
আমন-আউসের বীজ বুনছে পরম যত্নে
উদাম শরীরে উত্তপ্ত রক্ত টগবগ টগবগ
ধানের সুবাসের হাতছানি, সবুজ ক্ষেতের অবুঝ আহ্লাদ -
হাসছে ওরা -
হাসছে আহ্লাদে ------
কঠিন কঠোর কর্মসূচিতে
যোগ - বিয়োগ - গুণ - ভাগ ভুলে
প্রকৃতির কোলে নির্মল খুশির উল্লাসে ওরা
কেবল হাসছে, হাসছে আর হাসছে -------
ওই হতভাগ্য দীনহীন সর্বহারা দারিদ্র্য দুঃসহ রোদ্দুর স্বপ্নে হাসছে বিভোর ;
#
প্রকৃতিও তাই বুঝি জড়িয়েছে ওদের স্নেহময়ীর বাহুতে
ছায়া ছায়া প্রতিবিম্ব জলছবি ক্যানভাসে
নিমগ্ন আনমনা ভালোবাসা হারিয়ে দিল জড়তার যোমে
শীতলতা ঢেকে গেল একখণ্ড জমি আর কাজের ওমে -----
ঈপ্সিতের আকাঙ্ক্ষা সামান্যই ওদের
আনন্দ আশ্রমের ছবিও উজান গাঙে বাঁধ ভাঙ্গার ডাকে --------
চল বদলে যাই কিছুটা সাহসী হয়ে ও পথেই।।।
হাওড়া, পশ্চিমবঙ্গ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন