ওলটপালট করতে চেয়েছিলে সময়স্রোতের আবর্তন,
কামনার রামধনু খুঁজেছিলে বিরহের মহাকাশ চিরে,
শ্রেষ্ঠ প্রেমিক তুমিই,
উন্মুক্ত উপত্যকা জুড়ে প্রতিধ্বনিত করাতে চেয়েছিলে...
অপার্থিব সুখ যা কিছু অপ্রাপ্ত,
যা কিছু কল্পনাতীত আমার..
প্রেমের অলিন্দে উপঢৌকনের পসরা সাজাতে চেয়েছিলে, সশব্দে..
স্মৃতিঝড়ের খড়কুটোয় ভেসে আসা মুহূর্তে মনে পড়ে,
“ অকৃত্রিম নিজস্বতাটুকু দিয়েই ভালবাসবো তোমায়,
অপার্থিবের প্রশ্ন অনাবশ্যক, তবে..
জীবন জুড়ে নিশ্চিত আঁকব
ব্যক্তিগত সাধ্যসীমার সুখসংকেত....”
বললে না তো কখনও..
বাকিটা তাই আজ গল্পকথা,
উপসংহারটা অসমাপিকার বিশেষণযুক্ত...
বাস্তবের মুহূর্তগুলি নিঃশব্দে লিখি বিষাদের কলমে,
প্রেমের কাঁটায় বোনা উষ্ণ মিলনের দৃশ্যকল্প
দ্বিখণ্ডিত হয়েছে কবেই,
বাসনাতীত সুখপ্রাপ্তির মেকী ভারবহনে...
কামনার রামধনু খুঁজেছিলে বিরহের মহাকাশ চিরে,
শ্রেষ্ঠ প্রেমিক তুমিই,
উন্মুক্ত উপত্যকা জুড়ে প্রতিধ্বনিত করাতে চেয়েছিলে...
অপার্থিব সুখ যা কিছু অপ্রাপ্ত,
যা কিছু কল্পনাতীত আমার..
প্রেমের অলিন্দে উপঢৌকনের পসরা সাজাতে চেয়েছিলে, সশব্দে..
স্মৃতিঝড়ের খড়কুটোয় ভেসে আসা মুহূর্তে মনে পড়ে,
“ অকৃত্রিম নিজস্বতাটুকু দিয়েই ভালবাসবো তোমায়,
অপার্থিবের প্রশ্ন অনাবশ্যক, তবে..
জীবন জুড়ে নিশ্চিত আঁকব
ব্যক্তিগত সাধ্যসীমার সুখসংকেত....”
বললে না তো কখনও..
বাকিটা তাই আজ গল্পকথা,
উপসংহারটা অসমাপিকার বিশেষণযুক্ত...
বাস্তবের মুহূর্তগুলি নিঃশব্দে লিখি বিষাদের কলমে,
প্রেমের কাঁটায় বোনা উষ্ণ মিলনের দৃশ্যকল্প
দ্বিখণ্ডিত হয়েছে কবেই,
বাসনাতীত সুখপ্রাপ্তির মেকী ভারবহনে...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন