রোজ নিয়মমাফিক ভাত মাখা'র জীবনে
নতুনত্ব নিয়ে এল নতুন আলুর স্বাদ
ডাইনিং এর কোণে শীতলতা জমা রাখা যন্ত্রটির
যাবতীয় নিরামিষ সঞ্চয় ট্রান্সফার হল অন্য অ্যাকাউন্টে......
সবকিছু জমা রেখে ফের শূণ্য থেকে যাত্রা শুরু হবে
পরিপাটি বিছানার চাদরে ঘুমন্ত রাত্রিবাস
আর পাথুরে মেঝে ভর্তি অপচয়ের স্তূপ সরিয়ে
এগিয়ে গেল ডিসাইনার ট্রলি........
ছয়দিনে টার্গেট পূরণের পূর্ণ প্রতিশ্রুতি নিয়েছে চাঁদ
যে যার ওয়ালেট ভরে এনেছি লুকানো স্রোত
ভেসে যাবার আগে
ট্রেনের বাতানুকূল কূপের জানালায় জমা কুয়াশা সরিয়ে নিই.....
জ্যোৎস্নায় পাল তোলে আদরের নৌকো
নতুনত্ব নিয়ে এল নতুন আলুর স্বাদ
ডাইনিং এর কোণে শীতলতা জমা রাখা যন্ত্রটির
যাবতীয় নিরামিষ সঞ্চয় ট্রান্সফার হল অন্য অ্যাকাউন্টে......
সবকিছু জমা রেখে ফের শূণ্য থেকে যাত্রা শুরু হবে
পরিপাটি বিছানার চাদরে ঘুমন্ত রাত্রিবাস
আর পাথুরে মেঝে ভর্তি অপচয়ের স্তূপ সরিয়ে
এগিয়ে গেল ডিসাইনার ট্রলি........
ছয়দিনে টার্গেট পূরণের পূর্ণ প্রতিশ্রুতি নিয়েছে চাঁদ
যে যার ওয়ালেট ভরে এনেছি লুকানো স্রোত
ভেসে যাবার আগে
ট্রেনের বাতানুকূল কূপের জানালায় জমা কুয়াশা সরিয়ে নিই.....
জ্যোৎস্নায় পাল তোলে আদরের নৌকো
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন