শনিবার, ১০ ডিসেম্বর, ২০১৬

মুহূর্তরা ফিরে আসে --- সুব্রত ব্যানার্জ্জী‬

অনুভূতির স্পর্শকাতরতায় মায়াবী ভালোবাসা দিগভ্রান্ত
গলন্ত মোমের চলনে আদিম রিপু বশ মানে
নিঃশেষিত কফির কাপ তোমার চুম্বনের স্মৃতি ফিরিয়ে আনে
সহবাসের গতানুগতিকার শেষে নিকোটিনের ধোঁয়া অন্তিম মুহূর্তের হাতছানি

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...