তারপর;
খই ছড়িয়ে চলে যাবো একদিন,
যেমন এসেছিলাম
টালটমাল শাঁখের শব্দে।
আমাদের আর কোন
ভবিষ্যৎ থাকবে না,
থাকবে না কোন যাপন-ভঙ্গীমা,
কোন মিথ্যে আশ্বাস
খই ছড়িয়ে চলে যাবো একদিন,
যেমন এসেছিলাম
টালটমাল শাঁখের শব্দে।
আমাদের আর কোন
ভবিষ্যৎ থাকবে না,
থাকবে না কোন যাপন-ভঙ্গীমা,
কোন মিথ্যে আশ্বাস
তবু মনে হয়
এসেছি যখন,
রেখে যাই পায়ের চিহ্ন
সন্ততির চোখের জলে
এসেছি যখন,
রেখে যাই পায়ের চিহ্ন
সন্ততির চোখের জলে
তারপর নাহয়
প্রত্নতাত্ত্বিক খুঁজতে থাকুক,
আমাদের ভালবাসার চিঠি
প্রত্নতাত্ত্বিক খুঁজতে থাকুক,
আমাদের ভালবাসার চিঠি
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন