শনিবার, ১০ ডিসেম্বর, ২০১৬

প্রেমে অপ্রেমে --- সঞ্জীব কুমার

তারপর;
খই ছড়িয়ে চলে যাবো একদিন,
যেমন এসেছিলাম
টালটমাল শাঁখের শব্দে।
আমাদের আর কোন
ভবিষ্যৎ থাকবে না,
থাকবে না কোন যাপন-ভঙ্গীমা,
কোন মিথ্যে আশ্বাস
তবু মনে হয়
এসেছি যখন,
রেখে যাই পায়ের চিহ্ন
সন্ততির চোখের জলে
তারপর নাহয়
প্রত্নতাত্ত্বিক খুঁজতে থাকুক,
আমাদের ভালবাসার চিঠি

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...