কোন এক নির্জন দুপুর কিংবা রোদের মিছিলে
উড়ে যাবো ফরিঙ হয়ে দুজনে
ফরিঙদের কোন বাঁধা নেই,
ফরিঙদের কোন অভিমান নেই
উড়ে যাবো সেইসব পথে যেখানে পা পড়েনি আগে
দূরের রেললাইন পেড়িয়ে, সবুজ ধানের ক্ষেতে
পৌছে যাবো মৃতপ্রায় নদীর বালুচর কিংবা লোহারব্রীজ পেড়িয়ে-
করিডোরে দাড়িয়ে থাকে অবুঝ শিশুটির কাছে
আলতো করে ছুঁয়ে দেবে কোমল শিশুমুখ।
উড়ে যাবো ফরিঙ হয়ে দুজনে
ফরিঙদের কোন বাঁধা নেই,
ফরিঙদের কোন অভিমান নেই
উড়ে যাবো সেইসব পথে যেখানে পা পড়েনি আগে
দূরের রেললাইন পেড়িয়ে, সবুজ ধানের ক্ষেতে
পৌছে যাবো মৃতপ্রায় নদীর বালুচর কিংবা লোহারব্রীজ পেড়িয়ে-
করিডোরে দাড়িয়ে থাকে অবুঝ শিশুটির কাছে
আলতো করে ছুঁয়ে দেবে কোমল শিশুমুখ।
ফরিঙ হয়ে উড়ে যাবো শহুরের ভীড়ে ভাসা নাট্যশালার ঘরে
যেখানে রোজ মানুষ সং সেজে অভিনয় করে-
ওদের চোখে ঝাপটা দিয়ে দেখিয়ে দেবো
সম্পর্ক কোন পোষাক নয় চাইলেই যা বদলে ফেলা যায়!
ভালোবাসা কোন অভিনয়ের খাতা নয় সময়ের সাথে যা ফুরিয়ে যায়!
ফরিঙ হয়ে এঁকে যাবো প্রেমের সবুজঝিল
যেখানে রোজ মানুষ সং সেজে অভিনয় করে-
ওদের চোখে ঝাপটা দিয়ে দেখিয়ে দেবো
সম্পর্ক কোন পোষাক নয় চাইলেই যা বদলে ফেলা যায়!
ভালোবাসা কোন অভিনয়ের খাতা নয় সময়ের সাথে যা ফুরিয়ে যায়!
ফরিঙ হয়ে এঁকে যাবো প্রেমের সবুজঝিল
ফরিঙ হয়ে উড়ে যাবো নির্জন দুপুর কিংবা রোদের মিছিলে
কেননা ফরিঙদের কোন বাঁধা নেই
কেননা ফরিঙদের কোন বাঁধা নেই
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন