মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০১৬

ছন্দ-মিলান্তি -- পিয়ালী পাল

“ঠুনকো তোমার কথার দেশ
আধা জল হাওয়া-মিঠাই মিশ”
এটুকু লিখে তিন্নি হোয়াট্স্যাপ চেক করল। নাঃ বাবিন এখনো রিপ্লাই দেয় নি। শুধু গ্রুপ মেসেজ। খাতা মোবাইল ফেলে রেখে তিন্নি ছুটলো মা-এর কাছে। ছন্দ মিলছে না। ছোটোবেলায় প্রত্যেক ফাইনাল পরীক্ষার আগে একটা না একটা বই হারাতো, আর মা যেই খুঁজতে আসতো ওমনি হারানো ধাপ্পা মেরে হাজির। ঠিক সেভাবেই মা কি পারবে হারানো ছন্দ খুঁজে আনতে?
চিলেকোঠায় গিয়ে ফের লেখে......
“পাইনের বনে বিকেল সূর্যে
তোমার উষ্ণতা মেশে হেডফোন জুড়ে”

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...