মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০১৬

বিষন্নতার প্রোটোকল -- পারমিতা চক্রবর্ত্তী

বিষন্নতার উপান্তে বসে আছি
নিশিদিন
মাটিতে বে- আব্রু ইচ্ছাগুলো প্রত্নতাত্ত্বিক
সময়ের আলিঙ্গনে চাহিদার সমবিভাজনে
হাত বাড়ায়
:
পুরানো স্পর্শের গন্ধ কি কোথাও আছে !
সম্ভ্রমের মূল কথা খোঁড়া বাসা শূন্য
করে পলাতক
*
আকাশ মনে পড়ে বক্রতার সূক্ষকোণে
হাত রাখার দিনটি
:
কাল যে আমার ভালোবাসার
প্রথম মৃত্যুবার্ষিকী

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...