শতবর্ষের নয়,
একটা মুহুর্তের স্পার্ক -এর জন্য
শত শত বার মরতে পারি
একটা মুহুর্তের স্পার্ক -এর জন্য
শত শত বার মরতে পারি
ষোলো আনার আস্ নেই,
এক আনাই রাখতে চায়
পাথুরে চোখের লকারে ;
এক আনাই রাখতে চায়
পাথুরে চোখের লকারে ;
আঙ্গুলে আঙ্গুল ছুঁয়ে নয়,
তোর খেয়ালি পদ ছাপে
দিতে চাই পলাশ,
ওই ঝিনুক যোনির বোধ---
আধ খাওয়া আপেলের --
নাভিমূলে.
তোর খেয়ালি পদ ছাপে
দিতে চাই পলাশ,
ওই ঝিনুক যোনির বোধ---
আধ খাওয়া আপেলের --
নাভিমূলে.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন