এ এক অদ্ভুত সময়
বাতাসে বিষের ধোঁয়া,
মাটি বিষময়
এ এক অদ্ভুত সময়
বাতাসে বিষের ধোঁয়া,
মাটি বিষময়
এ এক অদ্ভুত সময়
বিষে নীল দেহগুলি চলে
নানা আঙ্গিকে কথা বলে
বিষহরা এক নদী
কথায় সৃষ্টি হত যদি
শুদ্ধ হওয়া যেত সেই জলে
নানা আঙ্গিকে কথা বলে
বিষহরা এক নদী
কথায় সৃষ্টি হত যদি
শুদ্ধ হওয়া যেত সেই জলে
যেন পথ চলা বন্ধ চোখে
শুরুতেই ঘুরে ঘুরে
বারে বারে আসি ফিরে
ঘানিগাছে বাঁধা হয়ে থেকে।
খোলাচোখে আলো আজ ফিকে
শুরুতেই ঘুরে ঘুরে
বারে বারে আসি ফিরে
ঘানিগাছে বাঁধা হয়ে থেকে।
খোলাচোখে আলো আজ ফিকে
স্বপ্ন কিন্তু আজও কড়া নাড়ে।
বিষমুক্ত পৃথিবীতে শ্বাস নেবে ভবিষ্যৎ,
এমন আশাতে বুক ভরে
যতই আঁধার হোক,
সময় বদলাবেই
মানুষ অনেক কিছু পারে
বিষমুক্ত পৃথিবীতে শ্বাস নেবে ভবিষ্যৎ,
এমন আশাতে বুক ভরে
যতই আঁধার হোক,
সময় বদলাবেই
মানুষ অনেক কিছু পারে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন