মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০১৬

বিষাদময়তা -- সুব্রত ব্যানার্জ্জী

আমার নিঃস্তব্ধ রাত্রি
শ্মশানের অপার শান্তির
প্রগাঢ় ইঙ্গিতবাহী
মহাশূন্যের মত
ভালোবাসার অপমৃত্যু
জলন্ত কাঠকয়লার ছেঁকা
খাওয়া দগদগে ঘা র মত
বিষিয়ে যাওয়া যন্ত্রনা
প্রতি রাতে আমার ভালবাসাকে
খুন করি আমি গলা টিপে
নিজের বুকে জমা থাকে শুধু
বিষাক্ত নিঃশ্বাস
পথের দিশা পাই না
আছে শুধু একরাশ দ্বিধা
আসলে আমার কম্পাস
আমার মত অন্তসার শূন্য
আমার আমি কে খুঁজি
পুন্জীভূত যন্ত্রনার মেঘে
ভাগাড়ে যেমন শকুন খোঁজে
খাবার মরা মাংসের স্তূপে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...