কোন এক আদিম প্রভাতে,
প্রথম আলোকে জেগে উঠে,
তোমায় নয়ন ভরে দেখে
স্নিগ্ধ হল আমার অন্তর।
তুমি আছো তাই আছে
বিশ্বচরাচর।
"চোখের আলোয় দেখেছিলেম,
চোখের বাহিরে"
তোমার সংগ লাভ করেছি
আমারই অন্তরে।
আজ তোমারে প্রণাম করি
তুমি দয়াময়
মার্জনা করেছো তুমি
অসীম ক্ষমায়
তোমারি পূজন করি
তোমারি কথায়,
"এই লভিনু সংগ তব সুন্দর হে সুন্দর
পূন্য হল অঙ্গ মম ধন্য হল অন্তর সুন্দর হে সুন্দর
আলকে মোর চক্ষুদুটি মুগ্ধ হয়ে উঠলো ফুটি
হৃদগগনে পবন হল সৌরভেতে মন্থর.....
সুন্দর হে সুন্দর "
প্রথম আলোকে জেগে উঠে,
তোমায় নয়ন ভরে দেখে
স্নিগ্ধ হল আমার অন্তর।
তুমি আছো তাই আছে
বিশ্বচরাচর।
"চোখের আলোয় দেখেছিলেম,
চোখের বাহিরে"
তোমার সংগ লাভ করেছি
আমারই অন্তরে।
আজ তোমারে প্রণাম করি
তুমি দয়াময়
মার্জনা করেছো তুমি
অসীম ক্ষমায়
তোমারি পূজন করি
তোমারি কথায়,
"এই লভিনু সংগ তব সুন্দর হে সুন্দর
পূন্য হল অঙ্গ মম ধন্য হল অন্তর সুন্দর হে সুন্দর
আলকে মোর চক্ষুদুটি মুগ্ধ হয়ে উঠলো ফুটি
হৃদগগনে পবন হল সৌরভেতে মন্থর.....
সুন্দর হে সুন্দর "
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন