মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০১৬

জ্যোৎস্নার পদস্খলন ও বিপ্লবমুখী আদর --- রিক্তা চক্রবর্তী

ভিজছি -- ভিজে যাচ্ছি 
আলোর উৎস কিম্বা মেঘের দায় বাঁচিয়ে 
-
জল বেড়েছে শহর জুড়ে 
অভিসারের সন্ধ্যা ঘনাচ্ছে ---মুহুর্ত নির্বাক করে
-
পিছিয়ে যাচ্ছি অনেকটা পথ 
আলোর হদিশ আবছায়াতে-- জমাটবদ্ধ ঘর ভাঙছে 
-
আসলে একটা সব ভেজানো বৃষ্টিপাত না হলে
স্মৃতিভারে আক্রান্ত সময়--- ফিরে আসে না কোলাজে 
-
একদিন তোমায় ভালবাসার নিয়ন আলোয় এনে দাঁড় করাবো 
বুঝবে সেদিন --- ভালবেসে অসাড় হওয়ার জ্বালা
-
শেষ হোক সব বিভেদ বিচ্যুতি -- শেষ হোক সব লোভ 
শরীর জুড়ে স্পর্শ করুক বিপ্লবমুখী আদর
-
বাকিটা উপসংহার 
-
থাক পড়ে থাক শব্দ অন্ধকারে
শোধ না হলে প্রেমের যত ঋণ -- না হয় বোল ছন্দ মালার সাজে
:
দূরতর কোনো বাড়ির রেডিওয় তখন ......
:
" এই লভিনু সং তব সুন্দর হে সুন্দর 
পুণ্য হল অঙ্গ মম ধন্য হল অন্তর সুন্দর হে সুন্দর
আলোকে মোর চক্ষুদুটি মুগ্ধ হয়ে উঠলো ফুটি 
হৃদগগনে পবন হল সৌরভেতে মন্থর ... সুন্দর হে সুন্দর " 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...