মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০১৬

বিবর্ণ সূচক -- শঙ্খসাথি পাল

শীতার্ত বিষণ্ণ বিবর্ণ দিন,অপরিসীম 
দৈন্যতা, সমাপ্তির নিশ্চিত সূচক ;
ভয় পাওয়া জীর্ণ ইচ্ছারা পিছু হঠে, রোদ খোঁজে.. 
দূর মাঠে পাতা ঝরা ন্যাড়া গাছ, একা -
প্রামাণ্য সাক্ষ্য দিন বদলের,
আসন্ন রুক্ষতা ;সময়ের সাথে শ্রান্ত জীবন,
অস্তাচলের ডুবি ডুবি গোধূলিকে ভয় পায়..
রমণক্লান্ত যৌবনের অ্যালবামে হাত বুলিয়ে উষ্ণতা চায়.

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...