মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০১৬

আকাঙ্ক্ষারা ---পলাশকান্তি বিশ্বাস

আকাঙ্ক্ষারা চাইতে জানে শুধু
জপমান মনে!
ভাষায় উদোম হতে লজ্জা তার
ভারি
ফলত যা হবার তা---
ধূ ধূ
প্রায়োপবেশনে
অস্থিমজ্জাসার
একদিন বেঠিকানা
পাড়ি

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...