মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০১৬

আলোকবিন্দুর লক্ষ্যে এক অনন্তযাত্রা -- রীনা রায়

একটা ধুলো ধুলো অন্ধকার পথ
পেরিয়ে 
হেঁটে যাচ্ছি যেন বহুযুগ ধরে
মহাকালের পথে


পৃথিবীর শেষ সীমানায় অপেক্ষারত সেই নারী
হাতে তার এক আশ্চর্য উজ্জ্বল আলোকবিন্দু
ছোট্ট সে প্রদীপের আলোই লক্ষ্যবিন্দু আজ
আমার যাবতীয় ক্রোধ, কামনা রিরংসা
সব বিলীন করে
হেঁটে যাচ্ছি আত্মসমর্পণের উদ্দেশ্যে

২টি মন্তব্য:

  1. সংক্ষিপ্ত আকারে এক গভীর মননের সুস্পষ্ট প্রকাশ ।

    উত্তরমুছুন
  2. সংক্ষিপ্ত আকারে এক গভীর মননের সুস্পষ্ট প্রকাশ ।

    উত্তরমুছুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...