বুধবার, ১৯ অক্টোবর, ২০১৬

"The beauty of all literature. You discover that your longings are universal longings, that you're not lonely and isolated from anyone. You belong.” ― F. Scott Fitzgerald

'সাহিত্য' অর্থাৎ 'সহিতের সহিত ভাব বা মিলন ' { বাংলা অ্যাকাডেমি অভিধান জানুয়ারী, ২০১৪) - আমাদের অন্তর্নিহিত চেতনাবোধের চিন্তন প্রথম আক্রান্ত হয় সাহিত্যের নানা ধারা'র অনুভবের ভিত্তিতে , ... সুপ্ত চিন্তনের সার্বজনীন প্রতিফলন অবশ্যই সাহিত্যের প্রধান সংজ্ঞা
একটি উদাহরণ দেওয়া যাক - সোফোক্লিসের ‘ইডিপাস রেক্স’ আমাদের অনুভব অলিন্দের গোপন দুয়ার শুধু আন্দোলিতই করেনা - বরং তা আমাদের সার্বিক বিশ্বাসবোধ কেও আন্দোলিত করে তোলে - ফলত জীবন দর্শনের এক অভাবনীয় দৃশ্যপট উন্মিলিত হয় আমাদের সামনে , সাহিত্য' আমাদের নিয়ে যায় সেই 'ইউটোপিয়ান' দুনিয়ায় , যেখানে আমাদের বাস্তব অনুভব পৌঁছতে অক্ষম ।
মানুষের জীবন একটি সামগ্রিক ও বহুমাত্রিক সত্তা-- তার অসংখ্য দিক ও বিভাগ এবং অগণিত দিকপ্রান্ত রয়েছ - অপরিমেয় কার্যকারণ মানব জীবনে প্রতিনিয়তই কর্মরত... 'সাহিত্য' এই পর্যায়েরই একটি বিষয় মাত্র।

খুব সহজ ভাষায় বললে ,--- মানবিক অনুভূতির ভাষাগত রূপায়ণকেই ' সাহিত্য' নামে অভিষিক্ত । আবেগ ও চেতনাকে সুন্দর ও চিত্তাকর্ষক শব্দ বিন্যাসের মধ্যস্থতায় সার্বজনীন পাঠকের দরবারে পৌঁছে দেওয়াই 'সাহিত্য' --- ফলে সাহিত্য' যেমন বক্তৃতা ও ভাষণরূপে প্রকাশিত হতে পারে, তেমনই গদ্য ও কবিতার ছন্দময় পরিচ্ছদেও উপস্থাপিত হতে পারে।
'মুঠো ভরা রোদ্দুর 'এর এবারের সংখ্যায় রইল গদ্য ও কবিতার একাধিক সাহিত্য-মিশেল' । চিন্তন ও চেতনের সার্বিক স্পন্দন এই সাহিত্যে সভায় সম্পৃক্ত । আসন্ন কালিপুজো ও ভাইফোঁটা'র আগাম শুভেচ্ছা সমেত সাহিত্যের চেতনা রসে নিজেকে সিক্ত করার অভিপ্রায় থাকুক ... এই কামনাও রইল ।

শুভেচ্ছান্তে
পিয়ালী বসু


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...