মরার আগে মা মাটির হাঁড়িটি
হাতে দিয়ে বলেছিল 'দেখে রাখিস'
শত হলেও মায়ের কথা
আমি আবার মা ভক্ত প্রাণী
মায়ের কথা কী ফেলতে পারি?
তাই যক্ষের ধনের মত আগলে রাখি
মাও নাকি এরকম করেই কাটিয়েছে সারাজীবন
সব সময় শত্রুর ভয়েই গুটিয়ে থাকতো
আর বারবার পশ্চিম কোণে তাকাতো ;
জিজ্ঞেস করলেই বলতো- " বাছারে
এখনো শুকোয়নি থকথকে ঘা,
দেখতে পাস না ভেতরটা একেবারে পচাগলা
ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে নয় মাস ধরে
দেখ, এখনো রক্ত পুঁজের ছোপছোপ দাগ উঠোনে
নরপশুরা গিলে খেয়েছে তোর হাজারো বোনকে"
"বাহান্ন দেখিনি, একাত্তর দেখিনি
দেখেছি নষ্ট মানুষের ছড়াছড়ি
মানবতা আর মনুষত্ব একেবারে বিলীন জানি
তবুও ওরা করে সত্যের নাকি জয়ধ্বনি "?
এ মিথ্যা প্রহসনেই বেড়ে উঠেছি
তাইতো একই আকাশের নিচে থেকেও
বলতে পারি না ' এটাই আমার জন্মভূমি '
সাম্প্রদায়িকতার ধোয়া তুলে
করছে ওরা কত কী,
জমি জেরাতের দলিল দেখে
লোভাতুর জিহ্বা চাটে সুযোগ পেলেই,
এ যেন হিংস্র হায়েনা, শিকার নিয়ে বসে আছে ;
দেখেছিল যা মা সেই একাত্তরে
অমূল্যরা এখনো থাকে খোলা আকাশের নিচে
এ যে পূর্বপুরুষের ভিটে,
উচ্ছেদ করবে ওদের ধর্মের দোহাই দিয়ে
শুধু জাতিভেদে সৃষ্টিও আজ পড়েছে বিপাকে!
জীবন বাঁচাবে
না কি অমূল্য মাটির হাঁড়ি রক্ষা করবে?
এ প্রশ্ন তোমাদের কাছে আজ আমারও
হাতে দিয়ে বলেছিল 'দেখে রাখিস'
শত হলেও মায়ের কথা
আমি আবার মা ভক্ত প্রাণী
মায়ের কথা কী ফেলতে পারি?
তাই যক্ষের ধনের মত আগলে রাখি
মাও নাকি এরকম করেই কাটিয়েছে সারাজীবন
সব সময় শত্রুর ভয়েই গুটিয়ে থাকতো
আর বারবার পশ্চিম কোণে তাকাতো ;
জিজ্ঞেস করলেই বলতো- " বাছারে
এখনো শুকোয়নি থকথকে ঘা,
দেখতে পাস না ভেতরটা একেবারে পচাগলা
ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে নয় মাস ধরে
দেখ, এখনো রক্ত পুঁজের ছোপছোপ দাগ উঠোনে
নরপশুরা গিলে খেয়েছে তোর হাজারো বোনকে"
"বাহান্ন দেখিনি, একাত্তর দেখিনি
দেখেছি নষ্ট মানুষের ছড়াছড়ি
মানবতা আর মনুষত্ব একেবারে বিলীন জানি
তবুও ওরা করে সত্যের নাকি জয়ধ্বনি "?
এ মিথ্যা প্রহসনেই বেড়ে উঠেছি
তাইতো একই আকাশের নিচে থেকেও
বলতে পারি না ' এটাই আমার জন্মভূমি '
সাম্প্রদায়িকতার ধোয়া তুলে
করছে ওরা কত কী,
জমি জেরাতের দলিল দেখে
লোভাতুর জিহ্বা চাটে সুযোগ পেলেই,
এ যেন হিংস্র হায়েনা, শিকার নিয়ে বসে আছে ;
দেখেছিল যা মা সেই একাত্তরে
অমূল্যরা এখনো থাকে খোলা আকাশের নিচে
এ যে পূর্বপুরুষের ভিটে,
উচ্ছেদ করবে ওদের ধর্মের দোহাই দিয়ে
শুধু জাতিভেদে সৃষ্টিও আজ পড়েছে বিপাকে!
জীবন বাঁচাবে
না কি অমূল্য মাটির হাঁড়ি রক্ষা করবে?
এ প্রশ্ন তোমাদের কাছে আজ আমারও
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন