আস্ত এক জৈব শহরকে আপাতত বুকমার্ক
দুটো দশের লাস্ট লোকাল, আমি ফিরছি
জানালার বুকে মুখ রেখে দেখি…
ডালিং চাঁদ কথা রেখেছে
ধানখেতের ক্লিভেজ থেকে বেলি বাটন বেয়ে
গড়িয়ে যাচ্ছে শূন্যতা,তলায় গুচ্ছমূলে…
ঘুমিয়ে পড়েছে আমার গ্রাম
আমার আনস্যাটিসফায়েড বিধবা মা
আজও মৌনতার সঙ্গে যৌনতা করে চলেছে
প্রিমিয়ারে কেন এলাম না…
জানতে চাস না মা
দুটো দশের লাস্ট লোকাল, আমি ফিরছি
জানালার বুকে মুখ রেখে দেখি…
ডালিং চাঁদ কথা রেখেছে
ধানখেতের ক্লিভেজ থেকে বেলি বাটন বেয়ে
গড়িয়ে যাচ্ছে শূন্যতা,তলায় গুচ্ছমূলে…
ঘুমিয়ে পড়েছে আমার গ্রাম
আমার আনস্যাটিসফায়েড বিধবা মা
আজও মৌনতার সঙ্গে যৌনতা করে চলেছে
প্রিমিয়ারে কেন এলাম না…
জানতে চাস না মা
বরং লাস্ট সিনে মাদুর বিছিয়ে দে
আমি তোর কোলে মাথা রাখি
আমি তোর কোলে মাথা রাখি
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন