ধাক্কা দিয়ে অচেনা এক ট্রেনের কামরায়
তুলে দেওয়া জীবনের অজানা গন্তব্য
ছেঁড়া স্বপ্ন সেলাই এ ব্যস্ত
মানিয়ে নেওয়া ক্ষণের সুতো ছিঁড়ে
একাকিত্ব চিবিয়ে ঢোক গিলতে থাকা মন
কর্তব্যের নিতীকথা আবৃত্তি ক'রে
সুসজ্জিত জীবন মঞ্চে দাঁড়িয়ে
রৌদ্রগুঁড়ো গা থেকে ঝেড়ে ব্যস্ত দিন
প্রদীপের আলোয় পা ভিজিয়ে
পৌঁছে যায় আঁধারের কোলাহলে
নৈঃশব্দ্যের চাদর গায়ে
বুকের ঘোলাটে কিছু ব্যাথা নির্জনতায় থিতিয়ে
শেষ রাতের মেঝেয় পড়ে থাকে
শব্দহীন দীর্ঘশ্বাসের গুঁড়ো
আর স্বচ্ছ হাসি ঢেউ খেলে
সূর্যের পদধ্বনিতে
তুলে দেওয়া জীবনের অজানা গন্তব্য
ছেঁড়া স্বপ্ন সেলাই এ ব্যস্ত
মানিয়ে নেওয়া ক্ষণের সুতো ছিঁড়ে
একাকিত্ব চিবিয়ে ঢোক গিলতে থাকা মন
কর্তব্যের নিতীকথা আবৃত্তি ক'রে
সুসজ্জিত জীবন মঞ্চে দাঁড়িয়ে
রৌদ্রগুঁড়ো গা থেকে ঝেড়ে ব্যস্ত দিন
প্রদীপের আলোয় পা ভিজিয়ে
পৌঁছে যায় আঁধারের কোলাহলে
নৈঃশব্দ্যের চাদর গায়ে
বুকের ঘোলাটে কিছু ব্যাথা নির্জনতায় থিতিয়ে
শেষ রাতের মেঝেয় পড়ে থাকে
শব্দহীন দীর্ঘশ্বাসের গুঁড়ো
আর স্বচ্ছ হাসি ঢেউ খেলে
সূর্যের পদধ্বনিতে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন