শনিবার, ১২ নভেম্বর, ২০১৬

কালসূত্র -- ইথার অতিরঞ্জন

রাত্রি নামে বুকের কষ্টিপাথরে
হাড়ের খুলিতে অাগুনের অনুশীলন
জ্বলন্ত শিখায় ভায়োলিন নিঃশ্বাস
মাংসের ভাঁজে প্রমিথিউস মশাল
অনুচ্চারিত স্পন্দনে কালসূত্র
জৈবিক স্পর্শে দহন মিউটেশন
নবায়নী মুহূর্তের পৌরাণিক যাত্রায়
অাগামী তৃষ্ণার পুনঃপাঠ...
কার্বন পদচিহ্নে সুকীর্তি
ক্রস-দৃষ্টিতে খুলে শব্দের বোতাম
স্বতঃসিদ্ধ কলমেও মৈথুন
নিষেক কালি
লেখনীর অন্তর্বয়ানে
জন্ম হাসে প্রতিফলিত অায়নায়
অাঙুলের ডগায় ঘটে বিবর্তন
ফাঁক-ফোকরে
অনুসন্ধানী বিস্মরণ-মেঘ
ঠিকরে বেরোয় চাঁদ
অালো-বন্দী জ্যোৎস্নায়
তুমি ভাস্বর...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...