চারিদিকে শীতল নির্জনতা
পৃথিবীর গভীর গহ্বরের মত নিঃসাড় নিস্তব্ধতা
এ এক অনন্ত নৈঃশব্দ্যের কাল
বোধহীন, বাকহীন মানুষ ছুটে চলে আলো পেরিয়ে সুড়ঙ্গের মত অন্ধকারে...সুস্থতা উপেক্ষা করে শোকাবহ অজ্ঞানে
ঘুমের মত নৈঃশব্দ্যে জেগে আছে বিস্ময় পৃথিবী
ধ্যানহীন সনির্বন্ধ অন্ধকার জীবন চলে ঐন্দ্রজালিক ছকে
শব্দহীন, প্রেমহীন সঙ্গমে বেড়ে চলে বেওয়ারিশ শরিকানা
শুদ্ধতম কোনো পরিতৃপ্তি নেই, অবৈধ উপার্জন ছাড়া কোনো সুখ নেই, জীবনের কোনো স্পন্দন নেই
ঘড়ির কাঁটা যেন স্তব্ধতার প্রতীক
শিশির হয়ে ঝরে পড়ে জোৎস্নার কান্না
কোনো ঢেউ নেই, কলতান নেই...নদীবুকে পূর্ণিমার ছায়া, যেন এঁকেবেঁকে বয়ে চলা পৃথিবীর কলঙ্কিত ক্ষত
পূর্ণিমার এমন প্রচ্ছন্ন বিষাদেও ক্ষতপুষা এক বাউল কবি নিঃসঙ্গ মগ্নতায় বসে থাকে নদী তীরে
নৈঃশব্দ্যের ভাষা শিখে খুঁজে নেয় আত্মার নিজস্ব উদ্ধার
পৃথিবীর গভীর গহ্বরের মত নিঃসাড় নিস্তব্ধতা
এ এক অনন্ত নৈঃশব্দ্যের কাল
বোধহীন, বাকহীন মানুষ ছুটে চলে আলো পেরিয়ে সুড়ঙ্গের মত অন্ধকারে...সুস্থতা উপেক্ষা করে শোকাবহ অজ্ঞানে
ঘুমের মত নৈঃশব্দ্যে জেগে আছে বিস্ময় পৃথিবী
ধ্যানহীন সনির্বন্ধ অন্ধকার জীবন চলে ঐন্দ্রজালিক ছকে
শব্দহীন, প্রেমহীন সঙ্গমে বেড়ে চলে বেওয়ারিশ শরিকানা
শুদ্ধতম কোনো পরিতৃপ্তি নেই, অবৈধ উপার্জন ছাড়া কোনো সুখ নেই, জীবনের কোনো স্পন্দন নেই
ঘড়ির কাঁটা যেন স্তব্ধতার প্রতীক
শিশির হয়ে ঝরে পড়ে জোৎস্নার কান্না
কোনো ঢেউ নেই, কলতান নেই...নদীবুকে পূর্ণিমার ছায়া, যেন এঁকেবেঁকে বয়ে চলা পৃথিবীর কলঙ্কিত ক্ষত
পূর্ণিমার এমন প্রচ্ছন্ন বিষাদেও ক্ষতপুষা এক বাউল কবি নিঃসঙ্গ মগ্নতায় বসে থাকে নদী তীরে
নৈঃশব্দ্যের ভাষা শিখে খুঁজে নেয় আত্মার নিজস্ব উদ্ধার
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন