ক্লাস নেই আজ, ইস্কুল ছুটি,
যেন মেঘ না চাইতেই বৃষ্টি প্রাপ্তি!
বইপত্র আজ থাক না তোলা,
শৃঙ্খলা মানতে মিছেই বলা!
রূপকথার রেশ হাতছানি দেয়,
মুঠোফোনটি বিশ্রাম চায়।
তেপান্তরের মাঠের খোঁজে,
বিশ্ব ভুলে আজ যাবো মজে।
মেঘপুঞ্জের ভেলায় ভেসে,
দেবই উড়ান পরীর দেশে।
ডালিমকুমার কোথায় থাকে?
ব্যঙ্গমা কি খবর রাখে?
যান্ত্রিক এই বাস্তবতা,
ক্লান্ত সরল শিশুসত্তা।
টিউশন ও ব্যাগের ভারে,
বাঁধা ছকেই জীবন চলে।
বদ্ধ জীবনে একরাশ প্রাণ,
হঠাৎ মুক্তি স্বর্গসুখ সমান।
ছুটির উপহার এক মুঠো সুখ,
শিশুমনের কল্পনা মেলুক ডানা।
সবুজ মাঠে ঘাসের কোলে,
কাটুক মুহূর্ত হেসে খেলে।
রূপকথা ও প্রকৃতির ছোঁয়ায়,
স্বাধীন দিনটি কাটুক মজায়।
যেন মেঘ না চাইতেই বৃষ্টি প্রাপ্তি!
বইপত্র আজ থাক না তোলা,
শৃঙ্খলা মানতে মিছেই বলা!
রূপকথার রেশ হাতছানি দেয়,
মুঠোফোনটি বিশ্রাম চায়।
তেপান্তরের মাঠের খোঁজে,
বিশ্ব ভুলে আজ যাবো মজে।
মেঘপুঞ্জের ভেলায় ভেসে,
দেবই উড়ান পরীর দেশে।
ডালিমকুমার কোথায় থাকে?
ব্যঙ্গমা কি খবর রাখে?
যান্ত্রিক এই বাস্তবতা,
ক্লান্ত সরল শিশুসত্তা।
টিউশন ও ব্যাগের ভারে,
বাঁধা ছকেই জীবন চলে।
বদ্ধ জীবনে একরাশ প্রাণ,
হঠাৎ মুক্তি স্বর্গসুখ সমান।
ছুটির উপহার এক মুঠো সুখ,
শিশুমনের কল্পনা মেলুক ডানা।
সবুজ মাঠে ঘাসের কোলে,
কাটুক মুহূর্ত হেসে খেলে।
রূপকথা ও প্রকৃতির ছোঁয়ায়,
স্বাধীন দিনটি কাটুক মজায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন