শনিবার, ১৫ অক্টোবর, ২০১৬

লিপ্সা ( Lust ) -- বাসব মণ্ডল

শরীরের খাঁজে খাঁজে
জমে থাকা বৈরাগ্যের বল্কল খসে পড়ে


নৈকট্যের অযাচিত ইস্তাহারে
অভ্যাস মিস করা ইন্দ্রিয়র সম্ভোগ ক্রিয়ায়
রচিত হয় উল্লাসের মানস সরোবর


চরিত্র এখন হিমবাহ হয়ে
জাহাজ ডোবার অপেক্ষায়

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...