শনিবার, ১৫ অক্টোবর, ২০১৬

মন্দাকিনী , তুমি আজও নির্বোধ -- পারমিতা চক্রবর্ত্তী


রাত্রি রয়েছে আমার বিছানায়
তুষার শীতল কাঠিন্যের আবেশে
মসৃণ তালোবারি
শুধু রাত্রি আর আমি
একাকী

সোহাগী শরতের স্রোতে উড়ে
আসে গোপন চিঠি
যার অর্থ অভিধান আজও
দিতে পারেনি
আমি সেই আগের মতই নির্বোধ
আলস্য চোখদুটো নির্ঘুম

ক্রন্দসী বুঝি তোমার আবর্তে
বিরাজমান
কবে তুষার ভেঙে মন্দাকিনী হবে
সেই প্রপাতে হবে আমার
দেহজ বেদনার আবরণ উন্মোচন .....

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...