রাত্রি রয়েছে আমার বিছানায়
তুষার শীতল কাঠিন্যের আবেশে
মসৃণ তালোবারি
শুধু রাত্রি আর আমি
একাকী
তুষার শীতল কাঠিন্যের আবেশে
মসৃণ তালোবারি
শুধু রাত্রি আর আমি
একাকী
সোহাগী শরতের স্রোতে উড়ে
আসে গোপন চিঠি
যার অর্থ অভিধান আজও
দিতে পারেনি
আমি সেই আগের মতই নির্বোধ
আলস্য চোখদুটো নির্ঘুম
আসে গোপন চিঠি
যার অর্থ অভিধান আজও
দিতে পারেনি
আমি সেই আগের মতই নির্বোধ
আলস্য চোখদুটো নির্ঘুম
ক্রন্দসী বুঝি তোমার আবর্তে
বিরাজমান
কবে তুষার ভেঙে মন্দাকিনী হবে
সেই প্রপাতে হবে আমার
দেহজ বেদনার আবরণ উন্মোচন .....
বিরাজমান
কবে তুষার ভেঙে মন্দাকিনী হবে
সেই প্রপাতে হবে আমার
দেহজ বেদনার আবরণ উন্মোচন .....
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন