শনিবার, ১৫ অক্টোবর, ২০১৬

হ্যাং ওভার (১) -- সুকান্ত চক্রবর্তী

অঝোরে বৃষ্টি , মাঝখানে আমি,
আর চারিদিকে ছড়ানো রাস্তারা
গান গায় পথচলার । কোন পথ ?
সে তো ভাবিনি ! চারিদিকে শুধু
ওদের বিস্তার দেখেছি , গান শুনেছি ।
এভাবেই ধীরে ধীরে বৃষ্টি-রাত শুকিয়ে যায় ।
ক্রমশ ভিড় জমছে , শহরে সকাল ;
গতরাতের জড়ানো রাস্তারা এখন
যেন কীরকম সহজ হয়ে গেছে ।
কই ? আর গান নেই তো ! আমিও
অনেকটাই হেঁটে গেছি দূরে ,
এখন আকাশে জম্পেশ রোদ্দুর ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...