শীত আগতপ্রায়
শিরশিরে মাদকতার গায়ে শুকনো ঠোঁট রেখে
ফিরে যায় যাবতীয় উত্সবমুখর রাত্রি
বন্য ছাতিমের নেশা ফিকে হয়ে আসে শিশিরের ঘ্রাণে
শিরশিরে মাদকতার গায়ে শুকনো ঠোঁট রেখে
ফিরে যায় যাবতীয় উত্সবমুখর রাত্রি
বন্য ছাতিমের নেশা ফিকে হয়ে আসে শিশিরের ঘ্রাণে
পঞ্জিকা দর্শায় হলুদ বসন্তের দিনগুলি
কেমন লাল বর্ণের আঁচলে ঢাকা
আবির না কি রক্ত ......
বুঝে ওঠার আগেই মৃতু এসে ছুঁয়ে যায়
বরফ শীতল অনুভবে
কেমন লাল বর্ণের আঁচলে ঢাকা
আবির না কি রক্ত ......
বুঝে ওঠার আগেই মৃতু এসে ছুঁয়ে যায়
বরফ শীতল অনুভবে
উষ্ণতম কবিতার আহ্বানে
স্মৃতির চাদর বিছিয়ে এখন পুনর্জন্মের আয়োজন
স্মৃতির চাদর বিছিয়ে এখন পুনর্জন্মের আয়োজন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন