ভাসিয়ে দিলাম
মঙ্গলদ্বীপ ভালোর বাসনাতে
এ বয়সে কী বা আমার করার আছে আর
ওরা যেন থাকে দুধে ভাতে
নিজেকে ভুলে ভালো চাওয়াটাই সংসার ।।
ভাসিয়ে দিলাম
ঘোমটা ঢাকা, গারদ বন্দী, রঙ্গীন স্বপ্নগুলো
দেওয়ালে টাঙ্গানো সতীর অবশ্য কর্ম
ইচ্ছে প্রদীপ কোনদিন কি সাগর পেলো ?
সারা জীবন পতী সেবাই সতীর পরম ধর্ম ।।
ভাসিয়ে দিলাম
ইচ্ছেগুলো যেথায় যত গোধূলীবেলায়,
স্বপ্ন শেষ । ব্যস্ততাতে দু চোখ জাগে
বছরগুলো ফুরিয়ে গেল পুতুল খেলায়
বাতাস এখন শান্ত বড় সন্ধ্যা রাগে
মঙ্গলদ্বীপ ভালোর বাসনাতে
এ বয়সে কী বা আমার করার আছে আর
ওরা যেন থাকে দুধে ভাতে
নিজেকে ভুলে ভালো চাওয়াটাই সংসার ।।
ভাসিয়ে দিলাম
ঘোমটা ঢাকা, গারদ বন্দী, রঙ্গীন স্বপ্নগুলো
দেওয়ালে টাঙ্গানো সতীর অবশ্য কর্ম
ইচ্ছে প্রদীপ কোনদিন কি সাগর পেলো ?
সারা জীবন পতী সেবাই সতীর পরম ধর্ম ।।
ভাসিয়ে দিলাম
ইচ্ছেগুলো যেথায় যত গোধূলীবেলায়,
স্বপ্ন শেষ । ব্যস্ততাতে দু চোখ জাগে
বছরগুলো ফুরিয়ে গেল পুতুল খেলায়
বাতাস এখন শান্ত বড় সন্ধ্যা রাগে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন