শনিবার, ১৫ অক্টোবর, ২০১৬

মন্ত্র --- রিক্তা চক্রবর্তী

দশমীর বেনারস
অস্থিটুকু বাঁচিয়ে রাখা খুব প্রয়োজন মনে করে
ভীষণ ভীড়ে হারিয়ে যাই আমি
-
একটা স্মৃতি ডাকতে থাকে আমায় 
যেখানে ঘুম রাখা আছে কুড়ি'র কোঠরে 
-
দশমীর বেনারস
তোমরা চলে গেছো সময়ের বালিতে পায়ের ছাপ রেখে
ভাবো বুঝি দিয়েছো আমায় অনেক
-
আমার অতীত জন্মের কথা মনে পড়ে
গন্তব্যহীন ভেসে চলা নদীতেই সম্ভব ... কিন্তু 
কথারা আজ সত্যিই বড় অবুঝ ... অসহায় 
-
দশমীর বেনারস
কথা রাখেনি নিভৃত মায়া 
আজ ফিরে যাওয়ার কথা ... তবুও প্রতিবারের মতো কথা রাখি
-
ষাটের চামড়ায় বয়সের ভাঁজরেখা 
বিসর্জনের করুণ এসরাজের ব্যাকড্রপে চাপা পড়ে যায় আলোক দ্যোতনা
তবুও ভাসিয়ে দিই শেষ প্রদীপটি ... অনুভব করি 
:
জগতের প্রয়োজন ফুরিয়ে গেলে
আপনা আপনি ঝরে যেতে হয় 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...