শনিবার, ১৫ অক্টোবর, ২০১৬

নিবেদন -- বর্ণনা রায়

খুশির শামিয়ানায়,
ন্যুব্জদেহে আবাহনে,
পবিত্র অগ্নিশিখায়..
শুচিময় আত্মযোগে,
তৃপ্ত আনন্দযজ্ঞ—
তোমার স্পর্শ কায়ায়..

ঋজুতা সময় বশ করেছে,
বাঁধ সাধেনি আশা..
আকাঙ্খাতে জিইয়ে রাখা,
হৃদির মাঝে,
সবার ভালোবাসা..

যার তরে জীবন ভরে,
সবুজ প্রাণের আলো —
চোখের তারায়,
ছায়া ঘিরেই,
শুভেচ্ছাকে জ্বালো..

দিবাকর তোমায়,
নতুন দিনের প্রণাম..
ভাসিয়ে দেওয়া অর্ঘ্যতে,
প্রিয়র সুখের,
কাহিনী লিখো আগাম৷৷

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...