যদি চলে যাই রাতের অন্ধকারে অজানা নক্ষত্রে
কাউকে কিছু না বলে, জানবে তুমি -
এখানেও ছিলো সবুজ বৃক্ষের প্রেমোময় ঘরবাড়ি
যারা ভালোবেসে ফুটিয়েছিলো কত শত রঙের পুষ্প রাশিরাশি।
কাউকে কিছু না বলে, জানবে তুমি -
এখানেও ছিলো সবুজ বৃক্ষের প্রেমোময় ঘরবাড়ি
যারা ভালোবেসে ফুটিয়েছিলো কত শত রঙের পুষ্প রাশিরাশি।
যদি চলে যাই রাতের অন্ধকারে অজানা নক্ষত্রে
কাউকে কিছু না বলে, জানবে তুমি --
বাতাসের কাছে রেখে গেছি আমার না বলা কথাগুলি ;
যখন থাকবে একা আনমনা তুমি
জাপটে ধরে কানেকানে বলবো আমি
'এসেছি প্রিয়ে অশরীরী হয়ে --
শুধু অতৃপ্ত আত্মার না পাওয়ার বেদনাগুলো উপশম করবো বলে'।
কাউকে কিছু না বলে, জানবে তুমি --
বাতাসের কাছে রেখে গেছি আমার না বলা কথাগুলি ;
যখন থাকবে একা আনমনা তুমি
জাপটে ধরে কানেকানে বলবো আমি
'এসেছি প্রিয়ে অশরীরী হয়ে --
শুধু অতৃপ্ত আত্মার না পাওয়ার বেদনাগুলো উপশম করবো বলে'।
তোমার ঐ নষ্টসমাজের সার্জারি করা মুখে থুথু ফেলি
যারা শেয়াল শকুনের করে শুধুই দালালি ;
আজ তারাই হয়েছে পরাস্ত, কি করে বলবে --
'এ কবি মুখোশ খুলেছে বলে হবে তার ফাঁসি
নয়ত গিলোটিনে চড়িয়ে আবার মারবো কোন প্রতিবাদী'।
যারা শেয়াল শকুনের করে শুধুই দালালি ;
আজ তারাই হয়েছে পরাস্ত, কি করে বলবে --
'এ কবি মুখোশ খুলেছে বলে হবে তার ফাঁসি
নয়ত গিলোটিনে চড়িয়ে আবার মারবো কোন প্রতিবাদী'।
হে ধূর্ত নষ্ট সমাজ!
এবার তোমায় দেখে আমিই হাসি অট্টহাসি,
কি করে ধরবে আমায়?
আমি বজ্র, ঐ মেঘের আড়ালে লুকিয়ে থাকি
যখন দেখি অন্যায় অত্যাচার
পাপিষ্ঠের মাথায় আছড়ে পড়ি
আমি পরশুরামের অজেয় কুঠার
জলে স্হলে অন্তরীক্ষে যুদ্ধ হবে আবার
এবার তোমায় দেখে আমিই হাসি অট্টহাসি,
কি করে ধরবে আমায়?
আমি বজ্র, ঐ মেঘের আড়ালে লুকিয়ে থাকি
যখন দেখি অন্যায় অত্যাচার
পাপিষ্ঠের মাথায় আছড়ে পড়ি
আমি পরশুরামের অজেয় কুঠার
জলে স্হলে অন্তরীক্ষে যুদ্ধ হবে আবার
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন