শনিবার, ১৫ অক্টোবর, ২০১৬

অক্ষর -- মানস চক্রবর্তী

(১)

ভিজিয়ে দিলে এভাবে
কেউ দেখলনা জানল না
কাক পক্ষীও

দোলা খোঁপা লাল ফিতে
গান গাইতে গাইতে
আপনমনে
চলে গেলে
চলেই গেলে

(২)

ভিজে চোখে ঝাপসা
গায়ে হাত বুলিয়ে বুলিয়ে
জিভ বুলিয়ে বুলিয়ে
নোনতা
কাঁদে
অক্ষর
অক্ষর কাঁদে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...