(১)
ভিজিয়ে দিলে এভাবে
কেউ দেখলনা জানল না
কাক পক্ষীও
কেউ দেখলনা জানল না
কাক পক্ষীও
দোলা খোঁপা লাল ফিতে
গান গাইতে গাইতে
আপনমনে
আপনমনে
চলে গেলে
চলেই গেলে
(২)
ভিজে চোখে ঝাপসা
গায়ে হাত বুলিয়ে বুলিয়ে
গায়ে হাত বুলিয়ে বুলিয়ে
জিভ বুলিয়ে বুলিয়ে
নোনতা
কাঁদে
অক্ষর
অক্ষর কাঁদে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন