এইযে শহরকবি, জানো
এখনো আমার 'উপদ্রুত উপকূল' জুড়ে মৃত 'মানুষের মানচিত্র' আঁকা হয়,
ঝাপসা চোখে আজো সেখানে 'ফিরে পাই স্বর্ণগ্রাম'।
সে কি! তোমরা স্বর্ণগ্রাম চিনতে পারোনি?
সেখানেই তো জমা 'দিয়েছিলে সকল আকাশ'
'মৌলিক মুখোশ'টায় মুখ ঢেকে
'ছোবল' দিয়ে কেড়ে নিয়েছিলে
দুফোঁটা 'সোনালী শিশির'এর 'গল্প'।
আমি সেই স্বর্ণগ্রামে ফিরে আসি,
'বিষ বিরিক্ষের বীজ' হাতের মাঝে পুরে
আমি আরো একবার বুনতে চাই 'মনুষ্য জীবন'।
'বাতাসে লাশের গন্ধ' মুছে
গড়তে চাই শিশির ভাসানো জীবন
এখনো আমার 'উপদ্রুত উপকূল' জুড়ে মৃত 'মানুষের মানচিত্র' আঁকা হয়,
ঝাপসা চোখে আজো সেখানে 'ফিরে পাই স্বর্ণগ্রাম'।
সে কি! তোমরা স্বর্ণগ্রাম চিনতে পারোনি?
সেখানেই তো জমা 'দিয়েছিলে সকল আকাশ'
'মৌলিক মুখোশ'টায় মুখ ঢেকে
'ছোবল' দিয়ে কেড়ে নিয়েছিলে
দুফোঁটা 'সোনালী শিশির'এর 'গল্প'।
আমি সেই স্বর্ণগ্রামে ফিরে আসি,
'বিষ বিরিক্ষের বীজ' হাতের মাঝে পুরে
আমি আরো একবার বুনতে চাই 'মনুষ্য জীবন'।
'বাতাসে লাশের গন্ধ' মুছে
গড়তে চাই শিশির ভাসানো জীবন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন