বুধবার, ১৯ অক্টোবর, ২০১৬

অনুতাপ - সুকান্ত চক্রবর্তী

সমস্ত অহঙ্কার পুড়ায় চিতার আগুন ,
সকল দেহতত্ব মিলায় ছাইভস্মে ।
এজন্মেও পেয়েছি মৃত্যু , প্রিয়তমা,
হয়তো আগামীতে তোমায় পাবো

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...