আমি আজ প্রসব করেছি, মৃত ভালোবাসা-
বিশ্বাসের জারজ সন্তান,
এখনও আমার জঙ্ঘায় প্লাবিত ঘৃণার স্রোত ।
যন্ত্রণা বোধ লুপ্তপ্রায় ;
হওয়ায় কৃষ্ণচূড়ার স্পর্শ,
লজ্জাহীনা কানীন জ্যোৎস্না মাখি
বিশ্বাসের জারজ সন্তান,
এখনও আমার জঙ্ঘায় প্লাবিত ঘৃণার স্রোত ।
যন্ত্রণা বোধ লুপ্তপ্রায় ;
হওয়ায় কৃষ্ণচূড়ার স্পর্শ,
লজ্জাহীনা কানীন জ্যোৎস্না মাখি
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন