বুধবার, ১৯ অক্টোবর, ২০১৬

সমাজের আয়নায় নারী :একটি কোলাজ - বাসব মণ্ডল ও স্বাতী গুপ্ত

মেয়ে
......
নিষেধের প্রাচীর বেয়ে
বসন্তের ভরা যৌবন
বয়ে চলা শিরায় শিরায়

অনঅভ্যস্ত পথ বেয়ে
খুঁজে চলা স্বপ্নের হানছানি

তারপরটা কল্পনা....

স্ত্রী
.....
রন্ধ্রে রন্ধ্রে আপসের উষ্ঞতা
রাত পোষাকের গায়ে অনিচ্ছার অষ্টানি
সিক্ত আবেগ জুড়ে
অনুশোচনার চোরা স্রোত

প্রত্যেক পদক্ষেপ ঘিরে রাখে
নিয়মের বেড়াজাল
কর্তব্যের দায় একা বয়ে চলে
সিঁথির সামান্য সিঁদুরের অজুহাতে

তারপরটা কল্পনা....

মা
...
মা বলে যাকে চিনি
সে মেয়ে না মানুষ
সেই নিয়ে যুদ্ধ হয়েছে
তার জন্মের আগে থেকে

তারপর বইয়ের পাতায়
যখন পড়েছে লক্ষীবাঈয়ের কথা
তখন শরীর জুড়ে আলপনা এঁকেছে
সংসারের জোয়ালের ক্ষত

মনের ঝুল ঘেঁটে
যখন উঁকি মেরেছে ভালবাসার পলাশ
তখন সমাজ আর সংসারের শাষানী
খুঁজে দিয়েছে স্বামীরঘর নামের হারেম

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...